কোরবানির চামড়ার দাম নিয়ে হতাশা কাটছেই না

ছবি: সংগৃহিত
কোরবানির চামড়ার দাম নিয়ে গত কয়েক বছরের হতাশা যেনো কাটছে না। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, এবারও দাম পাচ্ছেন না। আর আড়তদারদের দাবি, সরকারের বেঁধে দেয়া দামেই কিনছেন তারা, মৌসুমী ব্যবসায়ীরা না বুঝে বেশি দামে কিনছেন চামড়া। রাজধানীতে গরুর চামড়া বিক্রি হচ্ছে পিস প্রতি গড়ে আটশ' টাকায়।
কোরবানির পশুর চামড়া দাম পাওয়া নিয়ে সাধারণ মানুষ এমনিতেই প্রত্যাশা কমিয়ে দিয়েছে। তাই আলোচনা-অভিযোগ মূলত মৌসুমী ব্যবসায়ী ও আড়তদারদের মধ্যে। এ বছর সরকার প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম, ঢাকায় ৫ টাকা বাড়িয়ে ৫৫ থেকে ৬০ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করে দিয়েছে।
আড়তদারের দাবি যৌক্তিক দামেই চামড়া কেনা হচ্ছে। যদিও কাঁচা চামড়া আড়তদার সমিতি বলছে, সারা দেশে চামড়া সংগ্রহ করার প্রয়োজনীয় জনবল নেই। তাই মৌসুমী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে, সেটি চামড়া খাতের ক্ষতি। সময় মতো লবন দেয়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন চামড়া সংশ্লিষ্টরা।
বিভি/এমআর
মন্তব্য করুন: