কাঁচাপণ্যের দাম বৃদ্ধির কারণ জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী

বৃষ্টি, ভারী বর্ষণ ও বন্যার কারণে বাজারে কাঁচাপণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, কোনো ব্যবসায়ীকে পণ্য মজুদের সুযোগ দেওয়া হবে না।
শনিবার (১৩ জুলাই) সকালে টিসিবি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বাজার কাঁচামরিচের কেজি ৪০০ টাকার বেশি ও পেঁয়াজের দাম ১৩০-১৪০ টাকা কেজি উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই মুহূর্তে ১৮টি জেলায় বৃষ্টি ও ভারী বর্ষণের কারণে পানি বেড়ে গেছে।
বিভিন্ন কাঁচাবাজারে পানি উঠেছে। বাজারে বসার মতো অবস্থা নেই। এটি সাময়িক উল্লেখ করে, দাম বৃদ্ধিতে কোনো ষড়যন্ত্র দেখছেন না বলেও জানান আহসানুল ইসলাম।
তিনি জানান, মজুতদারে বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান রয়েছে। কোনো ব্যবসায়ীকে মজুতদারি করে পণ্যের দাম বাড়াতে দেওয়া হবে না বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।
বিভি/টিটি
মন্তব্য করুন: