• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাছ-মুরগির বাজারে স্বস্তি ফিরলেও, ডিমের দাম চড়া

প্রকাশিত: ১৫:৫২, ২ আগস্ট ২০২৪

আপডেট: ১৭:১৬, ২ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
মাছ-মুরগির বাজারে স্বস্তি ফিরলেও, ডিমের দাম চড়া

ফাইল ছবি

সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দামই কেজিতে কমেছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। কারফিউ শিথিল হওয়ায় পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় দাম কমেছে বলে জানালেন বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন, আগের তুলনায় কমলেও দাম এখনো স্বাভাবিকের চেয়ে বেশি। মাছ ও মুরগির বাজারে স্বস্তি আসলেও, ডিমের দাম বেড়েছে। 

সাপ্তাহিক ছুটির দিনে সকাল ঝিরিঝিরি বৃষ্টি রাজধানীতে। এর প্রভাব পড়েছে বাজারেও। ছুটির দিনেও তাই কাঙ্খিত ক্রেতার দেখা নেই কাঁচাবাজারে। চাহিদার তুলনায় পণ্য সরবরাহও বেশ ভালো। সবজির বাজারে বেশিরভাগ সবজিরই দাম নিম্নমুখী। বিক্রেতারা বলছেন, সবধরনের পণ্যের দামই কমেছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। 

মাছের বাজারেও বেড়েছে সরবরাহ। ক্রেতারাও বলছেন-দাম আগের চেয়ে কমেছে।

মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। ১৮০ টাকা কেজিতে ব্রয়লার এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। ডজনে ৫ টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। 
 

বিভি/টিটি

মন্তব্য করুন: