• NEWS PORTAL

  • বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নিয়মিত অভিযানেও স্বস্তি ফিরছে না কাঁচাবাজারে

প্রকাশিত: ০৮:৪৭, ১৩ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
নিয়মিত অভিযানেও স্বস্তি ফিরছে না কাঁচাবাজারে

ছবি: সংগৃহীত

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত অভিযানেও স্বস্তি ফিরছে না কাঁচাবাজারে। রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ সবজির দাম ৭০ টাকার বেশি। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষি ও বন্যার কারণে ফসলহানি হয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে বাজারে। 

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ১১ জেলায় আগস্টের ভয়াবহ বন্যায়, ওই অঞ্চলগুলোতে নষ্ট হয়ে গেছে প্রায় সব ফসল। এরপর দেশজুড়ে অব্যাহত রয়েছে বৃষ্টি। এখনো বন্যা চলছে শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহে। যার নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। তাই এখন সবজি কেনা সীমিত আয়ের মানুষের জন্য কষ্টকর হয়ে উঠেছে।  

দাম নিয়ন্ত্রণে রাজধানীর বাজারগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তারা পণ্যের বিক্রি মূল্য তদারকির পাশাপাশি ক্রম রশিদ চেক করছেন। 

কৃষি অর্থনীতিবিদরা বলছেন, বাজার সরবরাহ নিশ্চিত না হলে শুধু অভিযানে দাম সবজির দাম কমবে না।  

সাম্প্রতিক সময়ে পেঁয়াজ, আলু ও চিনির শূল্ক কমানোয় বাজারে  ইতিবাচক প্রভাব পড়েছে। ডিমের দামও এখন কিছুটা স্থিতিশীল।   
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2