• NEWS PORTAL

  • শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

দেশে উদ্বেগজনক হারে কমছে বিদেশি বিনিয়োগ (ভিডিও)

প্রকাশিত: ১০:০১, ১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:৩৭, ১ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ

দেশে উদ্বেগজনক হারে কমছে বিদেশি বিনিয়োগ। অর্থবছরের প্রথম তিন মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নেমেছে গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। হাত গুটিয়ে বসে আছেন দেশীয় উদ্যোক্তারাও। এই দুরবস্থার জন্য এনবিআর ও ব্যাংকের ভুলনীতি, উচ্চ সুদহার ও গ্যাস বিদ্যুতের সংকটকে দুষছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরাও বলছেন, রাজনৈতিক সরকার না থাকায় মুখ ফিরিয়ে রেখেছেন বিদেশিরা।

দেশে পটপরিবর্তনের পর থেকে খরা কাটছে না বিদেশি বিনিয়োগের। এ অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগ এসেছে ১০ কোটি ৪৩ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় ৭১ শতাংশ। যার প্রভাবে বেপজার শতভাগ রপ্তানিমুখী শিল্পেও বিনিয়োগ কমেছে ২৩ শতাংশ। 

বিদেশি বিনিয়োগ শুধু নয়, হাত গুটিয়ে রেখেছে দেশি উদ্যোক্তারাও। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, রাজনৈতিক পটপরিবর্তন এবং ডলার সংকটসহ নানা কারণে নতুন বিনিয়োগে সাহস করছে না বিদেশিরা। 

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সিদ্ধান্ত গ্রহণে অন্তর্বর্তী সরকারকে শক্তিশালী ভূমিকা পালনের তাগিদ অর্থনীতিবিদদের। 

 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2