• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কমছে না চালের দাম, সহসাই নেই সুখবর 

প্রকাশিত: ১৩:৪৩, ২১ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
কমছে না চালের দাম, সহসাই নেই সুখবর 

ফাইল ছবি

কমছেই না চালের দাম। বৈশাখে নতুন চাল বাজারে না আসার আগে কমার সম্ভাবনা দেখছে না বিক্রেতারা। মাছ-মুরগির দাম কিছুটা বাড়লেও নিম্নমুখী ডিমের দাম। সবজি, সেমাই, চিনিসহ ঈদ উৎসবের আইটেমগুলোর দাম নাগালের মধ্যেই। 

গেল সপ্তায় আরেক দফায় চড়েছে চালের দর। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বেড়েছে মিনিকেটের দাম। কেজিতে তিন থেকে চার টাকা এবং বস্তায় দুই থেকে তিনশ টাকা বেড়েছে বলে জানান বিক্রিতারা। যার প্রভাব পড়েছে অন্যান্য জাতের চালের দামেও। 

বেড়েছে মাছের দামও। সরবরাহ কমার অজুহাতে কেজিতে ২০ থেকে ২৫ টাকা বাড়ার কথা বলছেন বিক্রেতারা। কেজিতে ২০ টাকা বেড়ে ব্রয়লার ২১০ টাকা কেজি এবং সোনালী মুরগির বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে। তবে, দাম কমে ১২০ টাকা ডজনে পাওয়া যাচ্ছে ডিম। 

চাহিদা বেড়েছে বিভিন্ন রকম সেমাইয়ের। মসলার বাজারেও বেড়েছে ভিড়। তবে এসবের দামে সন্তুষ্ট ক্রেতারা। নতুন করে দাম না বাড়ায় স্বস্তি বিরাজ করছে চিনিসহ বেশ কিছু পণ্যের দামে। 

সবজির বাজারে সরবরাহ ঠিক থাকায় দামও নাগালের মধ্যেই। বাজার স্বাভাবিক রাখতে সরকারের তদারকি ঠিক রাখার কথা বলেছেন ক্রেতারা। 
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2