• NEWS PORTAL

  • সোমবার, ০৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রাম বন্দরে ফের রফতানিমুখী কন্টেইনার স্ক্যানারের কার্যক্রম চালু

প্রকাশিত: ২২:০৫, ৪ মে ২০২৫

আপডেট: ২২:০৫, ৪ মে ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রাম বন্দরে ফের রফতানিমুখী কন্টেইনার স্ক্যানারের কার্যক্রম চালু

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব অর্থায়নে স্থাপিত রফতানিমুখী কন্টেইনার স্ক্যানারের অপারেশনাল কার্যক্রম পুনরায় চালু করেছে। আইএসপিএস কোড বাস্তবায়নের অংশ হিসেবে বন্দরের এই উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই কন্টেইনার স্ক্যানার স্থাপন করা হয়। ফাইভ আর এসোসিয়টস লিমিটেড কর্তৃক সরবরাহকৃত এই উন্নত মানের ফিক্সড স্ক্যানারটি চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে পরিচালিত হচ্ছিলো। উক্ত স্ক্যানারের রক্ষণাবেক্ষণের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি থাকলেও মেয়াদ শেষ হওয়ার কারণে অপারেশনাল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিলো।

বন্দর কর্মকর্তাদের মতে, রফতানিমুখী কন্টেইনার স্ক্যানিং সিস্টেম চালু রাখার জন্য একটি কার্যকর সমাধান দ্রুত প্রয়োজন ছিলো। এই লক্ষ্যেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ কাজে পূর্বের ঠিকাদারকে সাময়িকভাবে পুনরায় নিয়োজিত করে।

এই প্রেক্ষাপটে আজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান রফতানিমুখী কন্টেইনার স্ক্যানারের অপারেশনাল কার্যক্রম পুনরায় চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন চট্টগ্রাম কাস্টমস্ কমিশনারসহ বন্দর ও কাস্টমস্ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চট্টগ্রাম বন্দরের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বন্দরের সুনাম অক্ষুন্ন রাখতে সহায়ক হবে আশা সংশ্লিষ্টদের।
 

বিভি/এ আই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2