• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আমদানিতে সমাধান খোঁজাকে ভুল পথে হাঁটা বললেন প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশিত: ১৫:৪৩, ৫ মে ২০২৫

ফন্ট সাইজ
আমদানিতে সমাধান খোঁজাকে ভুল পথে হাঁটা বললেন প্রাণিসম্পদ উপদেষ্টা

ছবি: ফরিদা আখতার

পণ্যের উৎপাদন বাড়ানোর দিকে মনোযোগ না দিয়ে আমদানিতে সমাধান খোঁজাকে ভুলে পথে হাঁটা বলে মন্তব্য করেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। জানান, পণ্যের দাম কমের অজুহাতে দিয়ে বিদেশ থেকে আমদানি করার চাপ আছে। কৃষক ও কৃষি খাতের সুরক্ষায় এটি উচিত নয়। 

সোমবার (৫ মে) রাজধানীর এক হোটেলে 'কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলন ২০২৫' শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। মৎস্য ও

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কোন মৌসুমে ফসলের ভালো ফলন হলেও কৃষক ন্যায্যমূল্য পান না। এটি খুবই হতাশাজনক।

এ সময় কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ খাদ্যে কখনোই স্বয়ংসম্পূর্ণ ছিলো না। তবে বিগত সরকার এ নিয়ে ভুল তথ্য দিয়ে এসেছে। দেশের মানুষের আয় অনুপাতে মূল্যস্ফীতি অনেক বেশি।

কৃষি উদ্যোক্তারা বলেন, কৃষি প্রধান বাংলাদেশে সার, কীটনাশক আমদানি নির্ভর করতে হচ্ছে। দেশীয় কোম্পানিগুলো উৎপাদনে এগিয়ে এলেও আমদানিকে আর্কষণীয় করে রাখা হয়েছে। কিছু আমদানিকারক ও বিদেশি কোম্পানির সিন্ডিকেট কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ করেন আলোচকরা।

বিভি/এ আই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2