এপ্রিল মাসে কমেছে দেশের সার্বিক মূল্যস্ফীতি

ফাইল ছবি
এপ্রিল মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি আবারও কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, এই সময়ে মূল্যস্ফীতি কমে হয়েছে ৯.১৭ শতাংশ হারে, যা এর আগের মাসে ছিল ৯.৩৫ শতাংশ।
এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ও খাদ্য বহির্ভুত মূল্যস্ফীতিও কমেছে। খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৮.৬৩ শতাংশ, যা মার্চে ছিল ৮.৯৩ শতাংশ।
সোমবার (৫ মে) মূল্যস্ফীতির হালনাগাদ এসব তথ্য প্রকাশ করেছে বিবিএস।
এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ও খাদ্য বহির্ভুত মূল্যস্ফীতিও কমেছে। খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৮.৬৩ শতাংশ, যা মার্চে ছিল ৮.৯৩ শতাংশ। অন্যদিকে খাদ্য বহির্ভুত মূল্যস্ফীতি এপ্রিলে কমে ৯.৬১ শতাংশ হয়েছে। মার্চে যা ছিল ৯.৭০ শতাংশ। এর আগে মার্চে দেশে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮.৯৩ শতাংশ হয়, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.২৪ শতাংশ।
তবে টানা তিন মাস কমার পরে সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা বেড়ে ৯.৩৫ শতাংশে পৌঁছায়। ফেব্রুয়ারিতে যা ছিল ৯.৩২ শতাংশ। মার্চ মাসে খাদ্য বহির্ভুত মূল্যস্ফীতি বেড়ে ৯.৭০ শতাংশ হয়, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.৩৮ শতাংশ।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরেও দেশে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ১১.৩৮ শতাংশ।
বিভি/এসজি
মন্তব্য করুন: