• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফের বাড়লো স্বর্ণের দাম, কার্যকর আজ থেকেই

প্রকাশিত: ১১:৪৯, ৬ মে ২০২৫

ফন্ট সাইজ
ফের বাড়লো স্বর্ণের দাম, কার্যকর আজ থেকেই

ফাইল ছবি

আবারও বেড়েছে স্বর্ণের দাম। আজ (মঙ্গলবার) থেকে নতুন এই দাম কার্যকর হবে। এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪০ হাজার ১৪৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ৯০৫ টাকায় বিক্রি হবে। 

সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) হলমার্ক করা এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৩১০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করেছে বাজুস। এর আগে ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৩৫৭০ টাকা কমিয়ে গত রবিবার থেকে নতুন দামে বিক্রি হচ্ছিল। তবে ঠিক দুই দিনের ব্যবধানে দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪০ হাজার ১৪৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ৯০৫ টাকায় বিক্রি হবে।

সবশেষ রবিবার (৪ মে) থেকে গতকাল (সোমবার) পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬১ হাজার ৩০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকায় বিক্রি হয়েছে। তবে দুদিন না যেতেই ফের আরও এক দফায় দাম বাড়ল।

এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপা পাওয়া যাচ্ছে ২ হাজার ৮৪৬ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি রূপা ২ হাজার ৭১৮ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭৫০ টাকায়।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: