• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যুদ্ধের ডামাডোলে ধাক্কা খেলো ভারতীয় রুপি!

প্রকাশিত: ১৪:৪৩, ৭ মে ২০২৫

ফন্ট সাইজ
যুদ্ধের ডামাডোলে ধাক্কা খেলো ভারতীয় রুপি!

প্রতীকী ছবি

শুরু হয়ে গেছে ভারত-পাকিস্তান যুদ্ধ। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও দেখিয়েছে তীব্র প্রতিক্রিয়া। সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা চালিয়েছে তারা। পাকিস্তানের দাবি, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

এমন যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন ডলারের বিপরীতে মান হারিয়েছে ভারতীয় মুদ্রা রুপি।  রয়টার্স জানিয়েছে, সবশেষ এক মাসের লেনদেনের বিষয়টি বিশ্লেষণ করে এনডিএফের ধারণা করছে, অনশোর স্পট মার্কেট খোলা হলে প্রতি ডলারের বিপরীতে পাওয়া যাবে ৮৪ দশমিক ৬৪ থেকে ৮৪ দশমিক ৬৮ রুপি।

মঙ্গলবার দিন শেষে প্রতি ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছিল ৮৪ দশমিক ৪৩২৫ রুপি। সূত্র: রয়টার্স

বিভি/এমআর

মন্তব্য করুন: