আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার, নতুন দামে হচ্ছে বেচা-কেনা

আবারও ঊর্ধ্বমুখী রূপ স্বর্ণের বাজারের। একদিনের ব্যবধানে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৬২ টাকা। এক দফা দাম কমিয়ে টানা দুই দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে টানা দুই দফায় মোট ৫ হাজার ৯৭২ টাকা বেড়েছে স্বর্ণের দাম।
সবশেষ মঙ্গলবার (৬ মে) ভরিতে ৩ হাজার ৬৬২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৪৮ টাকা। বুধবার (৭ মে) থেকে নতুন এই দামে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।
বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৯৪৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা।
এর আগে সবশেষ গত ৫ মে ভরিতে ২ হাজার ৩১০ টাকা বাড়িয়ে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
বিভি/টিটি
মন্তব্য করুন: