ভারত–পাকিস্তান যুদ্ধে দেশের পুঁজিবাজারে বড় দরপতন

ছবি: সংগৃহীত
ভারত–পাকিস্তান সংঘাতের জেরে বড় দরপতনের মুখে পড়েছে দেশের পুঁজিবাজার।
দেশ দুইটির মধ্যে যুদ্ধে বাংলাদেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এর ফলে বুধবার (৭ মে) লেনদেনের শুরুতেই দেশের শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে লেনদেনে প্রথম ১০ মিনিটের মধ্যে ডিএসইএক্সের ৭০ পয়েন্টের বেশি পড়ে যায়। পতনের সে ধারা অব্যাহত থাকে। দিন শেষ ডিএসই সূচক হারিয়েছে ১৪৯ পয়েন্ট।
শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, এমনিতে দীর্ঘদিন ধরেই দেশের শেয়ারবাজারে পতনের ধারা ছিলো। এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে এসেছে।
বিভি/এআই
মন্তব্য করুন: