• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৬৯০ টাকার সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে ১৪০০-১৬০০ টাকায়!

প্রকাশিত: ২২:০৭, ৬ মে ২০২৫

ফন্ট সাইজ
৬৯০ টাকার সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে ১৪০০-১৬০০ টাকায়!

ছবি: সংগৃহীত

৬৯০ টাকার সিলিন্ডার গ্যাস অবৈধভাবে গ্রাহকের কাছে ১৪শ থেকে ১৬শ টাকায় বিক্রি করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি। যার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সরকারি গ্যাস সিলিন্ডারে ভরে দুই শতাংশ গ্রাহকের কাছে বিক্রির কথা বলে আসছে বিপিসি। কিন্তু তা না করে ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে বছরে এক লাখ কোটি টাকা লোপাট করেছে সংস্থাটির কর্মকর্তারা। 

প্রাকৃতিক গ্যাসের সংঙ্কটের কথা বলে বিগত আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয় নতুন গ্যাস সংযোগ। এরপর বাসাবাড়িতে দৈনন্দিন রান্নার কাজের পাশাপাশি ছোট ফ্যাক্টরিতে বাড়াতে থাকে এলপিজি গ্যাসের সরবরাহ। এই সুযোগে বিদেশের বাজারে এলপিজি গ্যাসের দাম কমলেও দেশের বাজারে দিনের পর দিন বাড়তে থাকে দাম। 

তবে, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়, ২ শতাংশ গ্রাহকের মাঝে সরকারি মূল্যে দেশের প্রাকৃতিক গ্যাস বোতলজাত করে সিলিন্ডারের মাধ্যমে সরবরাহের। সেখানে ৬৯০ টাকা দাম নির্ধারণ করে দেওয়া হয়। 

সিলিন্ডারে সরকারি গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ না করে তা এলপিজি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে। 

সিলিন্ডার গ্যাস বিক্রিতে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার বিপিসি কার্যলয়ে অভিযান চালায় দুদক। উঠে আসে ভয়াবহ চিত্র- সাধারণ মানুষের কাছে যে গ্যাস ৬৯০ টাকায় পৌঁছানোর কথা, সেই গ্যাস বেসরকারি কোম্পানির সিলিন্ডারে ১৪শ থেকে ১৬শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর ফলে গ্রাহককে প্রতি সিলিন্ডারে ৭ থেকে ৯শ টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে। 

বিপিসির হিসাবে, প্রতি বছর ১৪ লাখ সিলিন্ডার গ্যাস উৎপাদন করে সরকার। অতিরিক্ত ৭শ টাকা প্রতি সিলিন্ডারে গ্রাহক পর্যায়ে বিক্রি হলে দুর্নীতিবাজদের পকেটে চলে যায় প্রায় ১ লাখ কোটি টাকা। দুর্নীতির এমন তথ্য প্রকাশ্যে এলে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আমিন উল আহসান।

তদন্ত শেষে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক। 

 

বিভি/এআই

মন্তব্য করুন: