যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ভয় পাওয়ার কারণ নেই: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

ছবি: সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. দেবপ্রিয় ভট্টাচার্য
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে যতো ভয় পাচ্ছি ততো ভয় পাওয়ার কারণ নেই। শনিবার (১৭ মে) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক এবং বাংলাদেশের কর্ম-পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।
ড. দেবপ্রিয় বলেন, যতোটা ট্যারিফ যুক্তরাষ্ট্র তৈরি পোশাকের উপর আরোপ করতে চাচ্ছে, তুলনামূলক ভাবে লাউস এবং কম্বোডিয়ার মত প্রতিযোগী দেশের চেয়ে বাংলাদেশকে ভালো অবস্থানে রাখবে। যুক্তরাষ্ট্রের এই ধরনের সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে ১৫টি নোংরা দেশকে চিহ্নিত করেছে বাংলাদেশ তার মধ্যে নেই। শিল্পের রিলোকেশনের যে সুযোগ তৈরি হয়েছে, ট্রাম্পের কারণে তা দ্রুততম হবে বলে জানান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। একতরফাভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে শুল্ক ছাড় দেয়ার নানা সমস্যা আছে। অন্য দেশগুলোও একই ধরনের সুবিধা প্রত্যাশা করবে।
মার্কিন যুক্তরাষ্ট্রকে কাছে টানতে গিয়ে অন্য দেশগুলোকে যেনো দূরে ঠেলে না দেই সেদিকে নজর রাখার পরামর্শ দেন এ অর্থনীতিবিদ ।
বিভি/এমআর
মন্তব্য করুন: