• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

২৭ মাসে সর্বনিম্ন মূল্যস্ফীতি!

প্রকাশিত: ১৮:০২, ৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
২৭ মাসে সর্বনিম্ন মূল্যস্ফীতি!

ছবি: ফাইল ফটো

দেশে মূল্যস্ফীতি কমে দাড়িয়েছে ৮.৪৮ শতাংশে। যা গত ২৭ মাসে সর্বনিম্ন। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত মে মাসে মূল্যস্ফীতির হার ছিলো ৯.০৫ শতাংশ। জুন মাসে তা ০.৫৭ শতাংশ কমেছে। দীর্ঘদিন পর মূল্যস্ফীতির হার ৯ শতাংশের নিচে নামলো।

মূল্যস্ফীতির এ পতনের প্রধান কারণ খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দামের হ্রাস। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি জুন মাসে নেমে এসেছে ৭.৩৯ শতাংশে, যা গত মাসে ছিল ৮.৫৯ শতাংশ। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমায় সাধারণ মানুষ স্বস্তি পেয়েছে।

অপরদিকে, খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য কমে ৯.৩৭ শতাংশ হয়েছে— যা মে মাসে ছিল ৯.৪২ শতাংশ।

অর্থনীতিবিদদের মতে, সরকারের মুদ্রানীতিগত শৃঙ্খলা ও বাজারে কিছুটা সরবরাহ স্বাভাবিক হওয়ায় মূল্যস্ফীতিতে এ ইতিবাচক পরিবর্তন এসেছে। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2