• NEWS PORTAL

  • সোমবার, ০৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জুলাই মাসে রেমিট্যান্স বেড়েছে ২৯ শতাংশ

প্রকাশিত: ০৯:২৬, ৪ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
জুলাই মাসে রেমিট্যান্স বেড়েছে ২৯ শতাংশ

ছবি: সংগৃহীত

রেমিট্যান্স আয়ের দিক থেকে চলতি অর্থবছরের শুরুটা ভালো হলো। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে ২৪৮ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাব ধরে)।

রবিবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

প্রতিবেদন সূত্রে জানা যায়, গত বছরের একই মাসের তুলনায় এ আয় ২৯ দশমিক ৪৮ শতাংশ বেশি। ২০২৪ সালের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিলো ১৯১ কোটি ডলার।

প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, একক মাস হিসেবে গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে গত জুলাই মাসে। এর আগে, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিলো ২০২০-২১ অর্থ-বছরের জুলাই মাসে, ২৫৯ কোটি ৮২ লাখ ডলার। 

গত বছরের জুলাই থেকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছিলো। যার প্রতিবাদে সামাজিকমাধ্যমে আহ্বান জানিয়ে দেশে রেমিট্যান্স পাঠানো কমিয়ে দেন প্রবাসীরা। পরে রাজনৈতিক পটপরিবর্তনের পর ফের বাড়তে থাকে রেমিট্যান্স প্রবাহ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে পাঠানো এ অর্থ সরাসরি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফেলছে ইতিবাচক প্রভাব।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, অনাবাসী বাংলাদেশিরা (এনআরবি) যাতে দেশে অর্থ পাঠাতে উৎসাহিত হন, সে কারণে সরকার আইনি চ্যানেলকে আরও সহজ করেছে। যার ফলে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

হুন্ডি প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ, রেমিট্যান্সে ২.৫ শতাংশ প্রণোদনা এবং ব্যাংকিং সেবার উন্নয়নের কারণে এই ধারাবাহিকতা তৈরি হয়েছে বলেও জানান অনেকে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2