• NEWS PORTAL

  • রবিবার, ১০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১৬:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০২২

ফন্ট সাইজ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির করোনায় আক্রান্ত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ তাঁর পরিবারের একাধিক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

গত ৩০ জানুয়ারি থেকে হোম অফিস করছেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাভিশন ডিজিটালকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

গত ২৪ জানুয়ারি করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে অর্ধেক জনবল দিয়ে ব্যাংক চালাতে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। 

নির্দেশনায় বলা হয়, কভিড-১৯-এর বিস্তার রোধকল্পে সরকারের দেওয়া বিধি-নিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

স্বাস্থ্য-বিধি অনুসরণ ক‌রে রোস্টারিংয়ের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারি নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। তবে আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে প্রয়োজনের নিরিখে স্বীয় বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নি‌তে পারবে।
 

বিভি/এইচএস/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2