বুধবার থেকে পুঁজিবাজারে লেনদেনের সময় পরিবর্তন

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য অন্যসব প্রতিষ্ঠানের ন্যায় পুঁজিবাজারেও লেনদেনের সময়সূচীতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ। তিনি জানান, বুধবার থেকে দেশের দুই পুঁজিবাজারে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। এরপরে পোস্ট ক্লোজিং সেশন ২টা পর্যন্ত চালু থাকবে।
জানা গেছে, মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকিং লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ব্যাংক লেনদেনের সময়ের ওপর ভিত্তি করে শেয়ারবাজারে লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হচ্ছে। এর আগে গতকাল ব্যাংকের লেনদেনের সময়সূচী সকাল ৯টা থেকে বিকাল ৩টা পরযন্ত করা হয়।
আরও পড়ুন: সার নিয়ে কারসাজি করলে লাইসেন্স বাতিলসহ শাস্তির ব্যবস্থা: কৃষিমন্ত্রী
বিভি/এইচএস
মন্তব্য করুন: