• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

‘বাংলা কিউআর’ ব্যবহারে বড় ছাড় পেল ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠান

প্রকাশিত: ১৯:২৫, ২৩ মার্চ ২০২৩

আপডেট: ১৯:৩৫, ২৩ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
‘বাংলা কিউআর’ ব্যবহারে বড় ছাড় পেল ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠান

‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে ‘বাংলা কিউআর কোড’ ব্যবহার বাড়াতে ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানগুলোকে কিউআর কোড সংক্রান্ত ব্যয় সিএসআর খাতে দেখানোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে যাতায়াত বিল অন্তর্ভূক্ত হবে না। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।

বৃহস্পতিবার (২৩) কেন্দ্রীয় ব্যাংকের এসএফডির পরিচালক চৌধুরী লিয়াকত আলী স্বাক্ষরিত সার্কুলারে এসব তথ্য জানা গেছে। 

সার্কুলারে বলা হয়েছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী বিএমএসএমই, মাইক্রো-মার্চেন্ট ও স্বল্প আয়ের জনগণকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে ছোট-বড় সকল ব্যবসায়ীদের লেনদেনে প্রযুক্তি নির্ভর করার মাধ্যমে আগামী ২০২৭ সালের মধ্যে দেশের সকল লেনদেনের ৭৫ শতাংশ অনলাইন বা ক্যাশলেন করতে ‘ক্যাশলেস বাংলাদেশ ২০২৩-২০২৭’ উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বাংলা কিউআর-এর মাধ্যমে জনসাধারণকে বিনামূল্যে পরিশোধ সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে এ সংক্রান্ত ব্যয় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর ) খাতে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। 

সার্কুলারে আরও বলা হয় ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নিন্মোক্ত ব্যয়গুলো সিএসআর খাতে দেখা পারবেন- বাংলা কিউআর-এর মাধ্যমে গৃহীত সকল পেমেন্ট-এর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হাতের মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) ও ইন্টারব্যাংক রিইম্বারেসম্যাট ফি (আইআরএফ) সংক্রান্ত চার্জ; ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের আওতায় ক্যাম্পেইন সংক্রান্ত যাবতীয় প্রচারণা, এর মাধ্যমে পরিচালিত কুরবানির হাটের যাবতীয় পেমেন্ট ও অবকাঠামো সংশ্লিষ্ট ব্যয় বাংলা কিউআর-এর প্রচার ও প্রসারে গৃহীত প্রচারণা সংক্রান্ত ব্যয় সমূহ।

যেসব ব্যয় সিএসআর খাতে যুক্ত হতে না

‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের যাতায়াত ভাতা, থাকা-খাওয়া, হোটেল বিল ইত্যাদি বা যাতায়াত ভাতা হিসেবে গণ্য ব্যয়সমূহ হিসাবে প্রদর্শন করা যাবে না। শুরুমাত্র ক্যাশলেস বাংলাদেশ-এর উদ্যোগে যোগদানকৃত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ এ সুযোগ গ্রহণ করতে পারবেন।

গত বছরের ১০ এপ্রিল তারিখে জারিকৃত সার্কুলার লেটার নং:-১ এর অনুচ্ছেদ ২ এ বর্ণিত ব্যয়গুলো সাসটেইনেবল ফাইন্যান্স ডিপোর্টমেন্টে (এসএফডি) রিপোর্টিং ফরম্যাটের অন্যান্য খাতে প্রদর্শনের পরামর্শ হলো। এছাড়া আলোচ্য ব্যয় তথ্য ষান্মাসিক ভিত্তিতে পেমেন্ট সিস্টেমস ডিপোর্টমেন্ট বরাবর পাঠাতে বলা হয়েছে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: