• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ১২:৩২, ৩১ মে ২০২৩

ফন্ট সাইজ
সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

একাদশ জাতীয় সংসদের ২০২৩ সালের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫টায় জাতীয় সংসদের ২৩তম এ অধিবেশন শুরু হবে।

জাতীয় সংসদের কার্যসূচি অনুযায়ী, এ অধিবেশনেই আগামীকাল বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সংসদ অধিবেশন শুরুর আগে আজ বিকাল ৪টায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাজেট পেশের সময়, সম্পূরক ও মূল বাজেটের ওপর আলোচনার ঘণ্টা, পাসের দিনক্ষণসহ সংসদের মেয়াদ ঠিক করা হবে।

আজকের বৈঠকের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর ছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর রয়েছে। 

জানা যায়, এবারের বাজেটের সম্ভাব্য আকার হতে যাচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। যেখানে নতুন অর্থবছরে প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। আর দেশের জিডিপির আকার ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে।

বিভি/রিসি

মন্তব্য করুন: