বরাদ্দে গোঁজামিল বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের

আগামী অর্থবছরে সামাজিক সুরক্ষা খাতে প্রায় ১২ শতাংশ বরাদ্দ বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করেছে সরকার। এতে সুফলভোগীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ৭ বছর পর বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাও কিছুটা বাড়ছে। কিন্তু উচ্চ মূল্যস্ফীতির দুঃসময়ে বিপুল জনগোষ্ঠীর যে সুরক্ষা দরকার, সরকার তার ধারে কাছে যেতে পারছে না উল্লেখ করে সামাজিক নিরাপত্তায় ব্যাপক সংস্কারের পাশাপাশি বরাদ্দের গোঁজামিল বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের।
দারিদ্রপীড়িত জনগোষ্ঠীর সুরক্ষায় প্রতিবছর বাজেটে নির্দিষ্ট অংকের অর্থ বরাদ্দ দেয় সরকার। চলতি ২০২২-২৩ অর্থবছরে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে এক লাখ ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও নতুন বাজেটে এর আওতা বাড়ছে আরও খানিকটা।
পরিকল্পনা অনুযায়ী নতুন বাজেটে, নগদ ভাতার জন্য আট কর্মসূচিতে বরাদ্দ এবার তিন হাজার কোটি বেড়ে হচ্ছে ৪৫ হাজার কোটি টাকা। এর মধ্য থেকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ৫০ থেকে একশো টাকা পর্যন্ত বাড়তে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবিক অর্থে সামাজিক সুরক্ষা নয়, এমন বরাদ্দ কর্মসূচি থেকে বাদ দিতে হবে। বৈষম্য দূর করতে গ্রামের মতো শহরেও দিতে হবে বরাদ্দ।
বাজেটে অব্যবহৃত থাকে এমন খাতে বরাদ্দ না দিয়ে সামাজিক উন্নয়নে যৌক্তিক বরাদ্দের তাগিদ দেন আরেক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।
খাদ্যনিরাপত্তা ও কর্মসৃজন কর্মসূচির আওতায় টিআর, ভিজিএফ এবং ওএমএস এর মতো ১১টি শ্রেণিতে এবার ২ হাজার টাকার বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব সংসদে উত্থাপন করবে সরকার।
বিভি/রিসি
মন্তব্য করুন: