ঈদের আগে পরে তিনদিন পচনশীল পণ্য ছাড়া পণ্য পরিবহন বন্ধ: খালিদ মাহমুদ

ফাইল ছবি
ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন পচনশীল পণ্য ছাড়া পণ্য পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন, নৌ- প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তবে কোরবানির পশু এর আওতায় থাকবে না।
বুধবার (৩১ মে) সচিবালয়ে নৌ- প্রতিমন্ত্রী জানান, ঈদে পণ্য পরিবহন ও পশু পরিবহনে বিষয়টি গুরুত্ব দেয়া হবে।
পশু পরিবহনের বিষয়ে পদক্ষেপ নিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে ভূমিকা রাখার কথা বলা হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএ কেও বলা হয়েছে ছুটি ধাপে ধাপে দেয়ার জন্য বলে জানান তিনি।
নৌ- প্রতিমন্ত্রী আরও জানান, ঈদে পণ্য পরিবহন ও পশু পরিবহনে বিষয়টি গুরুত্ব দেয়া হবে। পশু পারাপার উম্মুক্ত থাকবে। মোটরসাইকেল লঞ্চে পারাপারের বিষয়টিও দেখা হচ্ছে। ঘাট সবগুলোই চালু থাকবে। উপকূলীয় এলাকায় যাত্রী পরিবহনে নেয়া হবে বাড়তি ব্যবস্থা।
বিভি/রিসি
মন্তব্য করুন: