• NEWS PORTAL

  • বুধবার, ১৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঢাবি’র ৫৩তম সমাবর্তন ১৯ নভেম্বর

আরিফ জাওয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ০৭:৪৯, ৮ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
ঢাবি’র ৫৩তম সমাবর্তন ১৯ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩ তম সমাবর্তন আগামী নভেম্বর মাসের ১৯ তারিখ অনুষ্ঠিত হবে। ৫৩তম এ সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জঁ তিহল।

বুধবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এক ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

এর আগে গতকাল ৬ সেপ্টেম্বর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক বিশেষ সভার সুপারিশের আলোকে আসিন্ডিকেটের এই সভায় উপরোক্ত সিদ্ধান্ত নেয়া হয়।

সিন্ডিকেট ওই সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যবৃন্দ সংযুক্ত ছিলেন।

প্রসঙ্গত, ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জঁ তিহল ২০০৪ সালে অর্থনীতিতে নোবেল পুরষ্কার লাভ করেন। বাজার শক্তি এবং বড় বড় কোম্পানির নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশ্লেষণমূলক কাজের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন।

বিভি/রিসি

মন্তব্য করুন: