• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জাল সনদে চাকরি; ৬৭৮ শিক্ষক-কর্মচারীর বেতন আটকে দিলো মাউশি

প্রকাশিত: ১৯:৫৭, ৩ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
জাল সনদে চাকরি; ৬৭৮ শিক্ষক-কর্মচারীর বেতন আটকে দিলো মাউশি

দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭৮ জন শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) । জানা গেছে, জাল সনদে চাকরি করায় তাদের বেতন ভাতাদি বন্ধ করা হয়েছে। 

মাউশি সূত্র জানান, বুধবার (২ আগস্ট) জুলাই মাসের এমপিওর চেকলিস্টে জাল শিক্ষকদের এমপিও স্থগিত করা হয়েছে। এই শিক্ষকদের বেতন গত মে মাসে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নানা প্রক্রিয়ার কারণে তা সম্ভব হয়নি। এবার শিক্ষকদের চাকরিজীবনে নেওয়া বেতন-ভাতার সব টাকা ফেরত চাওয়া হবে। যিনি ফেরত দেবেন না, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।

জানা গেছে, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) প্রতিবেদনে এসব শিক্ষক-কর্মচারীর জাল সনদে চাকরি পাওয়ার প্রমাণ মেলে। প্রাথমিক ধাপ হিসেবে তাদের বেতন-ভাতা বন্ধ করা হয়েছে। এখন তাদের চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হবে। প্রয়োজন হলে জাল সনদধারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হবে।

এ বিষয়ে মাউশি অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস গণমাধ্যমকে বলেন, জুলাই মাসে যে বেতন শিট তৈরি করা হয়েছে সেখানে তাদের বেতন-ভাতা পাঠানো হয়নি। অর্থাৎ তারা এখন থেকে আর বেতন পাবেন না। 

বিভি/ এসআই

মন্তব্য করুন: