• NEWS PORTAL

  • সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আবু সাঈদ হত্যা: বেরোবির বহিষ্কৃত ৭১ শিক্ষার্থীর তালিকা প্রকাশ

প্রকাশিত: ২৩:০৫, ২০ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
আবু সাঈদ হত্যা: বেরোবির বহিষ্কৃত ৭১ শিক্ষার্থীর তালিকা প্রকাশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর এবং শহিদ আবু সাঈদ হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। ২০টি বিভাগ থেকে এসব শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কার করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রায়হান মিয়া নামের একজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগকারীরা অভিযোগ প্রত্যাহার করলে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড তাকে এ শাস্তির আওতা থেকে বাদ দিয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শৃঙ্খলা বোর্ডের সভাপতি প্রফেসর ড. মো. শওকাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৭১ জনসহ মোট ৭২ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। যেসব বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে সেসব বিভাগ হলো- ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, লোক প্রশাসন, বাংলা , জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, ইইই বিভাগ, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ, মার্কেটিং, রসায়ন, ভূগোল, জিডিএস, ম্যানেজমেন্ট স্টাডিজ, ইতিহাস, গণিত, এমআইএস, সমাজবিজ্ঞান, ও অ্যাকাউন্টিং।

তারা হলেন- পমেল বড়ুয়া, শামীম মাহফুজ, ধনঞ্জয় কুমার টগর, গ্লোরিয়াস (ফজলে রাব্বি), বাবুল, বিধান, তানভীর, আদুল্লাহ আল নোমান খান, রিফাত, ফারহাদ হোসেন এলিট, মোমিনুল, আরিফুজ্জামান ইমন, গাজীউর, শাহিদ হাসান, মামুন। এদের ১৫ জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়াও রয়েছেন- সেজান আহমেদ (ওরফে আরিফ), মো. আরাফাত রহমান আবির, আবু সালেহ নাহিদ, ইমরান চৌধুরী আকাশ, কফি আনান মান্নান, মাসুদুল হাসান, উজ্জ্বল মিয়া, হাবিবুর রহমান, সাখাওয়াত হোসেন, শোয়াইবুল (সাল্লু), আব্দুল্লাহ আল রায়হান, বায়েজিদ মোস্তাফী, রাসেল, সিয়াম আল নাহিদ, অমিত, আখতার হোসেন, তানজিল, মুন্না হাসান লিওন, জিহান আলী, মো. সাব্বির হোসেন (রিয়ান), গালিব হাসান, মাহমুদুর রহমান হৃদয়, মো. মোশারফ হোসেন, পিয়াস আলী, মোজাম্মেল হক, মৃত্যুঞ্জয় রায়, মো. সাজ্জাদ হোসেন, মানিক চন্দ্র সেন, রবীন্দ্র রায়, সিয়াম আরাফাত, মো. সাব্বির আহমেদ, মো. মুসান্না-বিন-আহমেদ, শাহীন ইসলাম। এদের ৩৩ জনকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

মো. হাসানুজ্জামান সৌমিক, সুদিপ্ত সরকার বাঁধন, জুবায়ের মাহমুদ, কোমল দেবনাথ, মো. রিজন মণ্ডল, মো. আব্দুল্লাহ আল মাহমুদ, ফিলিপ রায়, জিহাদ উল্লাহ, এস এম লাবু ইসলাম, জয়ন্ত চন্দ্র রায়, সবুজ কুমার, সবুজ মহন্ত, মো. মেহেদী হাসান মিরাজ, জামাল মিয়া, তৌফিক কিবরিয়া, মেজবাহুল সরকার জয়, দেবাশীষ কুমার রায়, আতেফ আসহাব দিল মণ্ডল, নাফিউল ইসলাম, তপন চৌধুরী, সাজেদুর রহমান, আমিরুল ইসলাম শুভ, শফিউল আযম (সম্রাট)- এদের ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

ভিসি বলেন, তথ্য অনুসন্ধান কমিটি ৭২ জন শিক্ষার্থীর তালিকা দিয়েছিল। সেখানে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড ২৩ জনকে এক সেমিস্টার, ৩৩ জনকে দুই সেমিস্টার এবং ১৫ জন প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা-কর্মীকে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2