• NEWS PORTAL

  • বুধবার, ১৮ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৫০ ঘণ্টার কর্মসূচি শেষে জবি শিক্ষার্থীদের সব দাবি মেনে নিল সরকার

প্রকাশিত: ১৯:৫৪, ১৬ মে ২০২৫

ফন্ট সাইজ
৫০ ঘণ্টার কর্মসূচি শেষে জবি শিক্ষার্থীদের সব দাবি মেনে নিল সরকার

৫০ ঘণ্টা রাজপথে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাজধানীর কাকরাইল মোড়ে প্রায় ৫০ ঘণ্টার আন্দোলন শেষে পূরণ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি। তাদের সকল দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আন্দোলনস্থলে এসে অধ্যাপক এস এম এ ফায়েজ এ তথ্য জানান। তিনি বলেন, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে।

সেখানে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের আবাসিক হলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের সিদ্ধান্ত।  সেই সঙ্গে স্থায়ী হলের কাজ চলবে বলেও জানিয়েছেন জবির ভিসি।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, কয়েক ঘণ্টার মধ্যেই জবির বিষয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে।

জানা যায়, তিন দাবিতে ঢাকার কাকরাইল মোড়ে প্রায় ৫০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচির পর গণ-অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শুক্রবার বিকেল চারটায় অনশন শুরু করেন তাঁরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন মঞ্জুর মোর্শেদ বেলা ৩টা ৫০ মিনিটে গণ–অনশন শুরুর ঘোষণা দেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন: