ঢাবিতে ‘মাস্টার্স অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেস’ প্রোগামে ভর্তির কার্যক্রম শুরু

জুলাই ইনটেক ২০২৫ সেশনের জন্য মাস্টার্স প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল বিজনেসের অধীনে ‘মাস্টার্স অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেস’ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ৫১ ক্রেডিটের এ প্রোগ্রামের ক্লাসগুলো নেওয়া হবে সাপ্তাহিক ছুটির দিনে।
এ প্রোগ্রামের ভর্তির জন্য ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো সাবজেক্টে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পাস এবং ৪ পয়েন্ট স্কেলে ন্যূনতম জিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। এর সঙ্গে অন্তত এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে।
আগ্রহী প্রার্থীরা ১৫০০ টাকার বিনিময়ে ডিপার্টমেন্টের এই (http://mitb.fbs-du.com) ওয়েবসাইট এবং অফিস থেকে ভর্তির জন্য আবেদন ফরম পাবেন। আগামী ১ জুলাই, অফিস চলাকালীন পর্যন্ত অনলাইনের মাধ্যমে বা সরাসরি অফিসে এসে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
এ প্রোগ্রামে ভর্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে গণিত ও ইংরেজি বিষয়ে লিখিত পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ০৪ জুলাই বেলা সাড়ে ৩টায়। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন।
মন্তব্য করুন: