• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মাইলস্টোনের একাডেমিক কার্যক্রম ও ক্লাস শুরু কবে, জানালেন শিক্ষক

প্রকাশিত: ১৯:০৬, ২৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মাইলস্টোনের একাডেমিক কার্যক্রম ও ক্লাস শুরু কবে, জানালেন শিক্ষক

মাইলস্টোন স্কুলের একাডেমিক কার্যক্রম আপাতত রবিবার (২৭ জুলাই) পর্যন্ত বন্ধ থাকবে। স্কুল খোলার বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম। বুধবার (২৩ জুলাই) এসব তথ্য জানান তিনি।

প্রভাষক সাইফুল ইসলাম বলেন, মৃতের সংখ্যা নিয়ে যা শোনা যায়, তা সত্য নয়। তবে তদন্ত কমিটি এ বিষয়ে কাজ করছে। 

সরেজমিন দেখা গেছে, আজ স্কুলের প্রধান ফটক বন্ধ। দর্শনার্থী, সাংবাদিক কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্কুলের ভেতরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। তবে শিক্ষকদের স্কুলে প্রবেশ করতে দেখা গেছে।

এসময় শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের উপর দিয়ে নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানান। জানালেন, তারা এখনও ট্রমার মধ্যে আছেন।

এদিকে, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত, নিহত ও নিখোঁজদের নাম-ঠিকানাসহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: