• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

উত্তরের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ ও দুই দফা 

মো. শরীফুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  

প্রকাশিত: ১৭:৪২, ২৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
উত্তরের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ ও দুই দফা 

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এবং উত্তরবঙ্গের প্রতি অনন্তকালের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার মডার্ন মোড় ব্লকেড দিয়েছে বেরোবির সাধারণ শিক্ষার্থীরা। ‎সোমবার (২৮ জুলাই) সকাল ১১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল মডার্ন মোড়ে এসে অবস্থান করে দুই দফা দাবি ঘোষণা করেন।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। শিক্ষার্থীরা রংপুরের বৈষম্য নিরসনের জন্য দুই দফা দাবি ও আল্টিমেটাম ঘোষণাও দেন বেরোবি শিক্ষার্থীরা।

দুই দফা দাবি হলো  

১। উত্তরবঙ্গের অনন্তকালের বাজেট বৈষম্য নিরসন ও এ অঞ্চলের সার্বিক (অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত) উন্নয়ন নিশ্চিতে একটি সতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন করতে হবে।

২। উত্তরবঙ্গের বাতিঘর অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে।

আল্টিমেটাম

১. আগামী ৪৮ ঘন্টার মধ্যে দাবী আদায় না হলে উত্তরবঙ্গ ব্লকেড ও উত্তরবঙ্গ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে।

২. আগামী ৪৮ ঘন্টার মধ্যে উপরোক্ত ২দফা দাবি আদায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ  না করলে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হবে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শিবলী সাদিক বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো প্রকার বৈষম্য থাকবে না কিন্তু আমরা জুলাই পরবর্তী সময় দেখছি সরকার রংপুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে বাজেট বৈষম্য করছে।  এই বিশ্ববিদ্যালয়ে ক্লাস রুম সংকট আবাসন সংকট এবং রংপুরের নানা উন্নয়নে কোন বাজেট দেয়নি এই অন্তর্বর্তীকালীন সরকার । আমরা চাই এই সকল কাজের জন্য বাজেট প্রণয়ন করা হোক এবং রংপুরে তিস্তা পরিকল্পনাসহ সকল প্রকার বৈষম্য দূর করার জন্য আজকের এই আন্দোলন।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান জয় বলেন, প্রতিবছরের ন্যায় এই বছর আমরা বাজেট বৈষম্য দেখতে পেয়েছি। আমরা ভেবেছিলাম ২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলনের পর এ ধরনের বৈষম্য দূর হবে। কিন্তু এখনো কোনো বাজেট বৈষম্য দূর হয়নি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ রংপুরের উন্নয়ন কাজে নূন্যতম কোনো বাজেট প্রণয়ন করা হয়নি। তাই আমরা এই বৈষম্য নিরশনের দাবিতে রাজপথে নেমেছি।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহরিয়ার সোহাগ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো একটি অডিটোরিয়াম নেই। নেই কোনো টিএসসি। পর্যাপ্ত বাস ও ক্লাসরুমের অভাবে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছে। আমরা চাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের একটি পূর্ণাঙ্গ ও আধুনিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হোক।

উল্লেখ্য, গতকাল (রবিবার) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতরো উন্নয়নের জন্য ২৮৪০ কোটি টাকা বাজেট অনুমোদন করা হয় । কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো বাজেট অনুমোদন করা হয়নি। উত্তর বঙ্গের জন্য বাজেট বরাদ্দ শূন্য। 
 

বিভি/এসজি

মন্তব্য করুন: