দোকান বরাদ্দকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন সংলগ্ন এলাকায় দোকান বরাদ্দ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হামলা করেছে স্থানীয়রা। শুক্রবারের (৮ আগস্ট) এই হামলায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা। জানা যায়, দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলস্টেশন এলাকার দোকানপাটগুলো স্থানীয়দের দ্বারা পরিচালিত হয়ে আসছিলো। কিন্তু গত বছর সরকার পতনের পর থেকে এসব দোকানপাট কর্তৃপক্ষের কাছ থেকে বরাদ্দ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় এসব দোকান থেকে চাঁদা দাবি করে স্থানীয়দের কেউ কেউ।
শুক্রবার সকালে দোকান হস্তান্তরকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে স্থানীয়রা। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়। তাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। এর প্রতিবাদে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা। তবে ঘটনার কয়েক ঘন্টা পার হলেও এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে কেউ আসেনি।
বিভি/এসজি
মন্তব্য করুন: