• NEWS PORTAL

  • বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আমারে নিয়া যত নোংরামি করবেন আমি ততো শক্তিশালী হবো: জুমা

প্রকাশিত: ১৭:২৫, ৩১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
আমারে নিয়া যত নোংরামি করবেন আমি ততো শক্তিশালী হবো: জুমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাতিমা তাসনিম জুমা সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বলেছেন, আমারে নিয়ে যত নোংরামি করবেন আমি দিন দিন ততই শক্তিশালী হবো।

সম্প্রতি ডাকসু বিভিন্ন প্যানেলের প্রার্থীদের নিয়ে আয়োজিত বেসরকারি এক টেলিভিশনের টকশোতে মুক্তিযুদ্ধ নিয়ে দর্শকের প্রশ্নের পর ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রতিনিধি ফাতিমা তাসনিম জুমা উত্তর দেয়া শুরু করেন। এ সময় অন্যান্য প্যানেলের অতিথি বক্তা ও তাদের সমর্থকরা তার বক্তব্যে হস্তক্ষেপ করলে তাদের মাঝে উচ্চবাক্য বিনিময় হয়। পরে সামাজিক মাধ্যমে শুরু হয় ঠান্ডা যুদ্ধ।

এর প্রেক্ষিতে রবিবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে জুমা লেখেন,  গতকাল আমি যখনই আমার কথা বলা শুরু করতে নিচ্ছিলাম ছাত্রদলের আরিফ ভাইয়ের সাথে আসা লোকেরা এবং বামেদের সাথে আসা লোকেরা বাইরে থেকে 'তুমিও জানো আমিও জানি' স্লোগান সহ আরো নানান কিছু বলে চিল্লাচিল্লি করে আমাকে কথা বলতেই দিচ্ছিলো না। সাথে সবাই মিলে একের পর এক বিরক্তিকর প্রশ্ন আর বালছাল যুক্তি বলে আমারে কথা বলতে না দেওয়াই ছিলো বাকিদের উদ্দেশ্য যাতে আমারে কুক করা গেছে বলে সিগমা সাজতে পারে। বাধ্য হয়ে আমাকে চিল্লাচিল্লি করা লাগসে।

তিনি লিখেছেন, পরে চাকমা ইস্যুটা আনসে। এই কথা আসছে ছাত্রদলের প্রার্থীর কথার ভিত্তিতে, সে স্টেক নাই বলার পর বাংলাদেশে বাকি যারা বিরোধিতা করসে তাদের স্টেক আছে কিনা এই প্রশ্ন থেকে।

এরপর জুমা লিখেছেন, যাই হোক, ভদ্রতা কেউই দেখায় নাই। এর প্রেক্ষিতে কাল রাত থেকে আমার সাথে যা হচ্ছে তা নিয়ে আমি এখন চাইলেই সিম্প্যাথি কার্ড খেলতে পারি। একটা মানুষের সহ্য সীমা আছে। কিন্তু এইটা আমার চারিত্রিক বৈশিষ্ট্য না। আমার সাথে যুক্তি তর্কে আসেন। ডিবেটে আসেন। তা না কইরা আমার ন্যুড বানানোর তে যারা লেগে পড়েছেন, তাদের সাথে আর কী ফাইট দিবো!? 

আপনারা কোনো মাইয়ার লগে না পারলেই তার চরিত্র হননে লাগেন। আমার ন্যুড সবচেয়ে পারফেক্টলি এআই ডিটেকশনলেস বানাইলেও কাজ হবে না ভাই, কেউ বিশ্বাস করবে না। আমি ভেঙে গেলেও মচকাই না। আমারে নিয়া যত নোংরামি করবেন আমি দিন দিন ততো শক্তিশালী হবো বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনে জয়-পরাজয় নিয়ে জুমার ভাষ্য- ডাকসু না জিতলেও আমার কিছু যায় আসে না। ডাকসুর আগে থেকে আমি জাতীয় রাজনীতিতে রিলেভ্যান্ট। ডাকসুতে যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম সেটা আমি গতকাল করে ফেলছি। মুজিববাদী ন্যারেটিভ যে চলবে না সেটা বুইঝা সবার গান্ড ফাইটা যাইতেছে দেখে আমি নিজেরে নিয়া প্রাউড।

নোংরামির বিচার আল্লাহর কাছে দিয়ে তিনি লেখেন, আমি সবকিছু জাইনাই মাঠে নামসি। আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে এই জায়গায় এই ফাইট দেওয়ার জন্য বাঁচাইয়া রাখছেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2