• NEWS PORTAL

  • বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন: ৩ হলের শিক্ষার্থীদের জন্য ভোটকেন্দ্রে পৃথক প্রবেশ-প্রস্থান পথ তৈরি

প্রকাশিত: ১২:০০, ৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:৩৮, ৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ডাকসু নির্বাচন: ৩ হলের শিক্ষার্থীদের জন্য ভোটকেন্দ্রে পৃথক প্রবেশ-প্রস্থান পথ তৈরি

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট প্রদান প্রক্রিয়াকে সহজীকরণ এবং নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথ তৈরি করা হয়েছে। 

এছাড়াও, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীদের জন্যও পৃথক প্রবেশ ও প্রস্থান পথ তৈরি করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উক্ত ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী, অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক ড. এস এম শামীম রেজা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা এই কেন্দ্রে ভোট প্রদান করবেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: