ডাকসু নির্বাচনের ৮ ভোটকেন্দ্রে বুথের সংখ্যা বেড়ে ৮১০, আরও যেসব সিদ্ধান্ত

ডাকসু নির্বাচন উপলক্ষে মোট ৮ কেন্দ্রে বুথের সংখ্যা বাড়িয়ে ৮১০টি করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে জানানো যাচ্ছে যে, ডাকসু এবং হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষ্যে সর্বশেষ গৃহীত পদক্ষেপসমূহ নিম্নরূপ:
১. মোট ৮টি ভোটকেন্দ্রে সর্বশেষ বুথের সংখ্যা ৮১০টি। এই বুথ সংখ্যায় সকল ভোটার উপস্থিত হলেও, এবং একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও কোনোরকম বিঘ্ন ছাড়াই সকল কেন্দ্রে নির্ধারিত সময় বিকাল ৪টার মধ্যে ভোটদান সম্পন্ন হওয়া সম্ভব।
২. বিকাল ৪টার মধ্যে ভোটকেন্দ্রের আঙিনায় ভোটার লাইনে দাঁড়ানো সকল ভোটার ভোট দিতে সক্ষম হবেন।
৩. নির্বাচনের দিন সকল শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনা নেয়ার জন্য নিয়মিত শিডিউলের বাইরে অতিরিক্ত বাস চলবে। সংশ্লিষ্ট সকলকে সর্বশেষ বাসের সময় দেখে নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
৪. আগামীকাল ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২:০০টায় বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভোটার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদেরকে উক্ত অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: