• NEWS PORTAL

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা

প্রকাশিত: ২০:২৬, ২১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা

উত্তাল পরিস্থিতি বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। জরুরি সিন্ডিকেট সভায় আবারও স্থগিত করা হলো পোষ্য কোটা। এ ছাড়াও উপ-উপাচার্যসহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় গঠিত হয়েছে দুটি তদন্ত কমিটি। এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা হতাশ প্রকাশ করেছেন। 

অন্যদিকে পোষ্যকোটা বহালের দাবিতে অনড় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। তারা ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন'সহ কঠোর কর্মসূচির ডাক দিয়েছেন।

আন্দোলনের ডামাডোলে রাকসু নির্বাচন নিয়ে সংশয়ে শিক্ষার্থীরা। যদিও কমিশনের ভাষ্য, ঘোষিত সময়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীবের বাসভবনে, তারই সভাপতিত্বে হয় জরুরি সিন্ডিকেট সভা।

রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ জানান, পোষ্য কোটা নিয়ে উপাচার্যের দেয়া সিদ্ধান্ত স্থগিতাদেশ বহাল রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। সিন্ডিকেট সভায় পোষ্য কোটা 'স্থগিত' করা হয়েছে। উপ-উপাচার্যসহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় ৫ সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটি ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে। যথাসময়ে রাকসু অনুষ্ঠিত ও স্থানীয় তৃতীয় পক্ষ উসকানি দিয়ে কোনো নাশকতা করতে না পারে সেজন্য কমিটি গঠিত হয়েছে।

এদিকে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান ও হতাশার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। আন্দোলনের ডামাডোলে রাসুক নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয়ে প্রার্থীরা। এদিন হয়নি প্রচার-প্রচারণা।

রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জুবের ভবনে সংবাদ সম্মেলন করে অফিসার সমিতি, সহায়ক সমিতিসহ ৪টি সংগঠন।

সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, যে তদন্ত কমিটি গঠিত হয়েছে সেটি লোক দেখানো। কারণ এর আগে গত ২ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু আজও সেটি আলোর মুখ দেখেনি। তাই সিন্ডিকেটের এই সিদ্ধান্তকে নিন্দা জানাই।
 
তিনি বলেন, আগামীকাল থেকে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে।  

এর আগে রবিবার উপ-উপাচার্যসহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার ও পোষ্য কোটার দাবিতে ক্যাম্পাসে কর্মবিরতি পালন করেন তারা এতে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল।

রাকসু নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা, অধ্যাপক সেতাউর রহমান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় ঘোষিত ২৫ সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নিচ্ছেন তারা।

গত ২ জানুয়ারি শিক্ষার্থীদের টানা আন্দোলনে বাতিল হয় পোষ্য কোটা। এরপর শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে গেল বৃহস্পতিবার পোষ্য কোটা আবারও বহাল হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের আন্দোলনে গভীর রাতে পোষ্য কোটা স্থগিত করে কর্তৃপক্ষ।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2