চাকসু নির্বাচনের প্রচারণায় মুখর চবি ক্যাম্পাস

ফাইল ছবি
জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। আজ (বুধবার) ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণার কথা রয়েছে।
দূর্গাপূজার ছুটি শেষে প্রাণ ফিরে পেয়েছে পুরো ক্যাম্পাস। ভোট টানতে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ছুটছেন এক অনুষদ থেকে অন্য অনুষদে। বাদ যাচ্ছেনা ক্যাফেটেরিয়া, ক্যান্টিন, চায়ের দোকান কিংবা হলও। যেখানেই শিক্ষার্থীদের দেখা মিলছে করছেন কুশল বিনিময়, চাইছেন ভোটারদের ভোট ও দোয়া। শুনছেন ভোটারদের নানা প্রত্যাশার কথাও।
এদিকে আজ (বুধবার) বিকালে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেল। নির্বাচন ও নির্বাচনী ফলাফল নিয়ে যাতে কোনও সংশয় দেখা না দেয় সেজন্য বড় পর্দায় ভোট কেন্দ্রের ভেতরের পরিস্থিতি দেখার ব্যবস্থা থাকবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ৩৫ বছর পর ১৫ অক্টোবর হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসু ও হল সংসদ নির্বাচন।
বিভি/এসজি
মন্তব্য করুন: