শেষ হচ্ছে রাকসু নির্বাচনের প্রচারণা

ফাইল ছবি
আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের প্রচারণা।
শেষ মুহুর্তের প্রচারণায় প্রতিপক্ষকে তিল পরিমাণ ছাড় দিতে নারাজ প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ক্যাম্পাস থেকে শুরু করে শহরের ছাত্রাবাসগুলোতে। বিভিন্ন সমস্যার সমাধানসহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছাত্রদল, ছাত্র শিবির, স্বতন্ত্র প্রার্থীরাও। ভিপি প্রার্থীরা বলছেন, সব পদে যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে সাজানো প্যানেল বেশ সাড়া পাচ্ছেন, জয়ের ব্যাপারে আশাবাদী তারা। নির্বাচনী তফসিল চার দফা কাটা ছেড়ার কারণে কিছুটা ভাটা পড়লেও গত কয়েকদিন থেকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। শিক্ষার্থীদের একটি চমৎকার ভোট উপহার দেওয়ার আশ্বাস উপাচার্যের।
বিভি/এসজি
মন্তব্য করুন: