অধ্যাদেশ বাতিলের দাবিতে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ বাতিলের দাবিতে রাজধানীর ঢাকা ও বদরুন্নেসা মহিলা কলেজের ইন্টারমিডিয়েটের শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা ঢাকা কলেজ মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া শিকষার্থীরা জানান, ‘আমাদের ঢাকা কলেজের অস্তিত্ব নষ্ট করার মতো কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেবো না। সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’
ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী নুরুজ সাফা বলেন, গতকাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান নেওয়ার পর ইন্টারের কিছু শিক্ষার্থীর উপর হামলা করা হয়। এরকম হামলা হবে আমরা কখনো আশা করি নাই। তারা বলেছেন ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা নাকি তাদের উপর চালিয়েছি। কিন্তু সেখানে অনার্সের চার থেকে পাঁচশত শিক্ষার্থী থাকার পরে দুই তিনজন ইন্টারমিডিয়েট শিক্ষার্থী কিভাবে তাদের উপর হামলা করে? দেখলাম অনার্সের একজনের পা ভেঙ্গেছে। তিনি সন্ধ্যায় দাঁড়িয়ে প্রেস ব্রিফিং করেছে। কীভাবে সম্ভব এটা? এই ধরনের নাটক আমরা মেনে নেবো না।
মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আমাদের সাথে দ্রুত আলোচনায় বসুন। আমরা ক্লাস বাদ দিয়ে এভাবে আন্দোলন করতে চাই না। আমরা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে না, কিন্তু এই মডেল বাতিল করতে হবে।
এছাড়াও ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুস সালেকিন রাইয়ান বলেন, ‘আমরা পড়াশোনা বাদ দিয়ে আন্দোলন করতে চাই না। কিন্তু যখন আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, তখন আমরা আপোষহীন। শুরু থেকেই বলেছি আমরা অনার্সের ভাইদের বিপক্ষে না, আমরা প্রশাসনের দেওয়া অধ্যাদেশের বিরোধিতা করছি, কারণ এটি বাস্তবায়িত হলে আমাদের উচ্চমাধ্যমিক শিক্ষার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হবে। অথচ আমাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে যে আমরা নাকি শিক্ষকদের দালাল, টাকা খেয়ে আন্দোলন করছি।’
তিনি অভিযোগ করে আরও বলেন, গতকাল অনার্স পর্যায়ের শিক্ষার্থীরা একটি ‘মব’ তৈরি করে আমাদের উপর সন্ত্রাসী আখ্যা দেওয়ার চেষ্টা করে। অথচ সেই সময় আমাদের এক উচ্চমাধ্যমিক ভাইয়ের উপরেও হামলা হয়। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিভি/এআই
মন্তব্য করুন: