• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ঘষাঘষি না করে শুকানোর সময় দেন, কালি উঠবে না ইনশাআল্লাহ: রাবি উপাচার্য

প্রকাশিত: ১২:৪৫, ১৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:১৯, ১৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ঘষাঘষি না করে শুকানোর সময় দেন, কালি উঠবে না ইনশাআল্লাহ: রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেছেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে কালি লাগানো মাত্র ঘষাঘষি না করে, একটু শুকানোর সময় দেন, কালি উঠবে না, ইনশাআল্লাহ।’ রাকসু নির্বাচনে ভোটারদের আঙুলে দেওয়া অমোচনীয় কালি উঠে যাচ্ছে; এমন অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে জুবেরী ভবন কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহণ। উপাচার্য বলেন, নির্বাচনের ফল দিতে ১২ থেকে ১৫ ঘণ্টা লাগতে পারে। ছয়টি ওএমআর মেশিন সর্বোচ্চ পারফরমেন্সে চললে এ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন কমিশনকে এই সময়টা দিতে হবে।

তিনি আরও বলেন, ভোট পুরোপুরি সুষ্ঠুভাবে চলছে। ভেতরে ও বাইরে বড় ডিসপ্লেতে সব কার্যক্রম উন্মুক্ত রাখা হয়েছে, সবাই দেখতে পারবেন কী হচ্ছে। রাকসু নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চলেছে।

এর আগে রাকসু, হল ও সিনেট নির্বাচনে ভোটাদানে শিক্ষার্থীদের আঙুলে যে কালি দেওয়া হচ্ছে, সেটি ‘মুছে যাচ্ছে’ বলে অভিযোগ করেছেন ছাত্রদল ও কয়েকজন শিক্ষার্থী।

উল্লেখ্য যে, রাকসু নির্বাচনে ২৮ হাজার ৯০১ জন ভোটার ৮৬০ জন প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগ করবে। ৯ একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথ থাকবে। প্রধান নির্বাচন কমিশনারসহ ৭ জন কমিশনার এবং ১ জন প্রধান রিটার্নিং অফিসারসহ ৭ জন রিটার্নিং অফিসার নির্বাচন পরিচালনা করছে। ২১২ জন শিক্ষক ভোটগ্রহণ করবেন। আবাসিক হলের ১৭ জন প্রাধ্যক্ষ প্রিসাইডিং অফিসার ও আবাসিক শিক্ষকরা সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। পোলিং অফিসার থাকবেন ৯১ জন।

ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় ২ হাজার পুলিশ, ৫ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব রয়েছে। রাকসুর কেন্দ্রীয় সংসদে ২৩ পদে ৩০৫ জন প্রার্থী, ১৭টি হল সংসদের ২৫৫ পদে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯.১% নারী এবং ৬০.৯% পুরুষ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2