এইচএসসিতে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য দেখিয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থীরা। পরীক্ষায় অংশগ্রহণকারী ১৭৮০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭৭৮ শিক্ষার্থী, পাশের হার ৯৯ দশমিক ৮৯ শতাংশ।
এছাড়াও, কলেজটি থেকে মোট জিপিএ-৫ পেয়েছে ৮৭৪ জন শিক্ষার্থী।
বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করা ১২২৪ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৫০ জন। ব্যবসায় শিক্ষায় অংশগ্রহণকারী ৩৮২ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন। এছাড়াও, মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করা ১৭২ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।
উল্লেখ্য, মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭৮৫ জন হলেও এইচএসসিতে অংশ নিয়েছে ১৭৮০ শিক্ষার্থী। সকল উত্তীর্ণ শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: