• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

রাজবাড়ীতে ৪ কলেজের কেউ পাস করেনি

রাজবাড়ী প্রতিনিধি  

প্রকাশিত: ২১:২৯, ১৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
রাজবাড়ীতে ৪ কলেজের কেউ পাস করেনি

এবারের এইচএসসি পরীক্ষায় রাজবাড়ীর চার কলেজের কেউ পাস করেনি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজ, কালুখালী উপজেলার নূর নেছা স্কুল অ্যান্ড কলেজ, গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজ ও আব্দুল হালিম মিয়া কলেজ। বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাহিদুল আকরাম বলেন, আমার কলেজের আট জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিল। যারা সবাই অনিয়মিত। আট জনই এবার ফেল করেছে।

রাজবাড়ীর কালুখালী উপজেলার নূর নেছা কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমন বলেন, কলেজ থেকে এবার ১৫ জন এইচএসসি পরীক্ষা দিয়েছিল। যার মধ্যে ১৪ জন নিয়মিত ও একজন অনিয়মিত পরীক্ষার্থী ছিল। সবাই এই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

গোয়ালন্দের আব্দুল হালিম মিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস আক্তার বলেন, কলেজ থেকে এ বছর নিয়মিত ও অনিয়মিত দিয়ে মোট পাঁচ জন পরীক্ষা দিয়েছিল। সবাই অকৃতকার্য হয়েছে।

গোয়ালন্দের মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজের শিক্ষক সালাহউদ্দিন মাহমুদ রেজা বলেন, কলেজ থেকে সাত জন পরীক্ষা দিয়েছিল। সাত জনই ফেল করেছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2