• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে জিপিএ-৫ পেয়েছেন ৯২০ জন

প্রকাশিত: ১৮:১৪, ১৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে জিপিএ-৫ পেয়েছেন ৯২০ জন

"তোরা সব জয়ধ্বনি কর, ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়।" সাফল্যের অদম্য অগ্রযাত্রার পথে কোনো বাধা-ই রুখতে পারেনি ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের পথচলা। শরতের শ্বেতশুভ্রতা শেষে হেমন্তের এই প্রথম প্রহরে কলেজ প্রাঙ্গণে বইছে খুশির ফোয়ারা। পরিকল্পনা, অধ্যবসায় ও মেধাশ্রমের মহারণ শেষে আজ জয়ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে ডিএমআরসি প্রাঙ্গণে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীরা কলেজের সাফল্যের গর্বগাথাকে সমৃদ্ধ করল নিজেদের অর্জিত ফল দ্বারা।

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে অংশগ্রহণ করে ৩১৮৩ জন শিক্ষার্থী। তন্মধ্যে বিজ্ঞান বিভাগের ৭৭৭ জন, ব্যবসায় শিক্ষা বিভাগের ১০৭ জন এবং মানবিক বিভাগের ৩৬ জন সহ সর্বমোট ৯২০ জন কৃতি পরীক্ষার্থী জিপিএ-৫ (A+) পেয়েছে। জিপিএ প্রাপ্তির হার ২৮.৮৩%, পাসের হার ৯৯.৬৫%। প্রতিষ্ঠানের কৃতিত্বপূর্ণ এই সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বইছে গৌরবদীপ্ত আনন্দ ধারা।

এই সাফল্যের গল্প রচনায় দেশের অন্যতম শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লা এবং অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহসহ পরিচালনা পর্ষদের সুদক্ষ দিক-নির্দেশনায় শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম কারে যাচ্ছেন একঝাঁক মেধাবী শিক্ষক। 

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অভাবনীয় সাফল্যের প্রসঙ্গে অধ্যক্ষ মহোদয় বলেন, "শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাপারে আমরা বরাবরই আপসহীন। নিয়মিত পাঠদান ও তদারকি, শিক্ষকমণ্ডলীর আন্তরিকতা ও শিক্ষার্থীদের গভীর অধ্যবসায় দিয়েই আমরা এই সাফল্য এনেছি। সুষ্ঠু পরিকল্পনা এবং কঠোর শৃঙ্খলা-ই আমাদের এগিয়ে চলার মূল চাবিকাঠি। সকল কৃতি শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন।"

"বিজয়ের এই গৌরবে, কৃতিত্বের স্বর্ণাক্ষরে কাদের অবদান?" উত্তরে- শিক্ষার্থী জারিন তাসনিম বলেন, "শুরুতেই নিজের চেষ্টা এবং বাবা-মায়ের পরিশ্রমী পরিকল্পনাকে কৃতিত্ব দেবো। তারপর আমার শ্রদ্ধেয় শিক্ষকদেরকে। আমি কৃতজ্ঞতা জানাই ডিএমআরসি পরিবারের প্রতি যেখানে আমার এই সাফল্যের ভিত্তি রচিত হয়েছে।" 

দিব্য শাখার আরেক শিক্ষার্থী আদনান মাহমুদ বলেন, "আজ আমার এই সাফল্যে আমার পরিবার অনেক আনন্দিত। তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি তাই সৃষ্টিকর্তার নিকট অশেষ শুকরিয়া। আমার কলেজের শিক্ষকদের দিক-নির্দেশনা আমাকে এই সাফল্য এনে দিয়েছে।"

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন অভিভাবক ইফতেখার আহমেদ তাঁর অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, "এই কলেজের কঠোর নিয়ম-কানুনের বেড়াজাল আমার সন্তানের জন্য ইতিবাচক ফল এনেছে। আমার সন্তানের পড়ালেখার ব্যাপারে শিক্ষকরা ছিলেন সর্বদা সচেতন। তাঁরা আমাকে মেসেজ বা কল দিয়ে বারংবার যোগাযোগ করে ছেলের পড়ালেখার অগ্রগতি সম্পর্কে অবগত করতেন। শিক্ষকবৃন্দ আমার সন্তানকে নিজের সন্তান ভেবে যে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন তাতে আমি মুগ্ধ এবং সন্তুষ্ট।"

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লা তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, "২০১০ সালে এলাকার সচেতন কিছু মানুষ এসে আমার কাছে দাবি করলেন একটি আধুনিক যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার। আমার স্বপ্ন, তাঁদের দাবি এবং কিছু মহৎপ্রাণ মানুষের নিরলস পরিশ্রমের ফসল আজকের এই সুবিশাল ভবনসমৃদ্ধ কলেজ। আমার এই স্বপ্নের প্রতিষ্ঠানের মূল কারিগর এই প্রতিষ্ঠানের দক্ষ, যোগ্য, আন্তরিক শিক্ষকবৃন্দ। আমাদের যে সন্তানেরা আজ এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে তারা আগামী বাংলাদেশের সম্পদ। আমাদের হাজার হাজার এই সন্তানদের জন্য দোয়ার দরখাস্ত রইল সকলের কাছে।"

২০২৫ সালের অনবদ্য ফল সংশ্লিষ্ট সকলের মনে খুশির বার্তা এনেছে। সেই খুশির বাঁধহীন উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে চারদিক। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের চৌহদ্দি পেরিয়ে এই আনন্দ উদ্বেলিত করেছে গোটা এলাকাবাসীকে। প্রতিষ্ঠানের প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, এলাকার সুধীজন, অভিভাবকবৃন্দ ও সচেতনমহলে উৎসবের আমেজ বিরাজ করছে। সকলেই এই গর্বের অংশীদার।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2