• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

ম্যাগাজিন ক্লারিয়ন কলের ‘এ’ এবং ‘ও’ লেবেল এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮:৫২, ১৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:৫২, ১৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ম্যাগাজিন ক্লারিয়ন কলের ‘এ’ এবং ‘ও’ লেবেল এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

জনপ্রিয় ইংরেজি ম্যাগাজিন ক্লারিয়ন কলের উদ্যেগে ও লেবেল ও এ লেবেল পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের ‘ও লেবেল এন্ড এ লেবেল একাডেমিক এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে তিনশতাধিক শিক্ষার্থীদের এওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই ক্লারিয়ন কলের এক্সিকিউটিভ এডিটর মোঃ নেয়ামাতুল্লাহ শিক্ষার্থীদের মঙ্গলকামনা করে বলেন, ‘জ্ঞান ও দক্ষতাই আগামী দিনের আসল শক্তি। এগুলো আমাদের কাজকে সঠিক পথে পরিচালনা করে এবং বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে শেখায়। তাই আমরা বলি — “ ছড়িয়ে দাও তোমার ভাবনা, বদলে ফেলো পৃথিবী।'

প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ইউনিভার্সিটি এন্ড টেকনোলজির অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ পিএইচডি বলেন, ‘বিশ্বাস, মূল্যবোধ ও উচ্চাকাঙ্ক্ষার ভারসাম্য রক্ষার পথ হলো কৃতজ্ঞতা, সংযম ও উদ্দেশ্যপূর্ণ প্রচেষ্টা— কঠোর পরিশ্রম করা, বিনয়ী থাকা, এবং যা নির্ধারিত তা নিয়েই সন্তুষ্ট থাকা। আমাদের অনেক বড় হতে হবে।’

ক্লারিয়ন কলের এডিটর কর্ণেল (অব.) আশরাফ আল দীন তার বক্তৃতায় বলেন, “আজকের দুনিয়ায় সফলতা শুধু বইয়ের জ্ঞান নয়; বরং চিন্তা, সৃজনশীলতা ও প্রতিযোগিতার মধ্য দিয়েই প্রকৃত সফলতা অর্জিত হয়। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণ প্রজন্মকে নিজেদের প্রতিভা জাগিয়ে তুলতে হবে কৌতূহল, শৃঙ্খলা ও নিষ্ঠার মাধ্যমে। আমাদের লক্ষ্য শুধু প্রতিযোগিতায় জয়ী হওয়া নয়, বরং এই পৃথিবীকে আরও সুন্দর ও মানবিক করে তোলা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ও সিএমইডি হেলথ এর ফাউন্ডার ড. খন্দকার আল মামুন, বুয়েটের সহযোগী অধ্যাপক ড. তাকিয়ান ফখরুল, নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. যুবায়ের আহমেদ এবং ক্লারিয়ন কল পরিবারের অন্যান্য সদস্য ও ভলান্টিয়ার বৃন্দ।

এসময় অতিথিরা তাদের বক্তৃতায় শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যারিয়ার গাইডলাইনের প্রদানের পাশাপাশি সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, আমাদের বৈশ্বিক প্রতিযোগিতার প্রস্তুতি রাখতে হবে, বাংলাদেশের তারুণ্যে বিশ্বে রোল মডেল হয়ে দাঁড়াবে।

অতিথিদের দিক নির্দেশনামূলক আলোচনার পর, শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

২০২৩ সাল থেকে ইংলিশ মিডিয়ামের মেধাবী শিক্ষার্থীদের এই সম্মাননা প্রদান করে আসছে ক্লারিয়ন কল। আয়োজকদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা, আত্মবিশ্বাস এবং উৎকর্ষের মানসিকতা সৃষ্টি করবে, যা তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা যোগাবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2