• NEWS PORTAL

  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ঢাবি ক্যাম্পাসে যান চলাচলে নতুন নির্দেশনা

প্রকাশিত: ১৩:০৯, ১৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ঢাবি ক্যাম্পাসে যান চলাচলে নতুন নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যান চলাচলে নতুন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। ঢাবি প্রক্টর অফিস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল পুনরায় নিয়ন্ত্রণের কাজ ১৯.১০.২০২৫ তারিখ থেকে শুরু হবে।

শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকাল ৩.০০টা থেকে রাত ১০.০০টা এবং অফিস চলাকালীন দিনগুলো সন্ধ্যা ৬.০০টা থেকে রাত ১০.০০টা পর্যন্ত প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য যানবাহন ক্যাম্পাসের ভিতরে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

তবে, গণপরিবহণ এবং ভারী যানবাহন প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2