• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

ঢাবি ট্রেজারারের প্রতি অশোভন আচরণ নিন্দনীয়: নাছির উদ্দীন নাছির

প্রকাশিত: ১১:৫৫, ২৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ঢাবি ট্রেজারারের প্রতি অশোভন আচরণ নিন্দনীয়: নাছির উদ্দীন নাছির

ছবি: নাছির উদ্দীন নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মহোদয়ের সঙ্গে কয়েকজন ডাকসু নেতার আক্রমণাত্মক ও অশোভন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

সোমবার (২৭ অক্টোবর)  নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘উক্ত ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ট্রেজারার মহোদয় জুলাই গণ-অভ্যুত্থানের সক্রিয় সংগঠক ছিলেন এবং শিক্ষার্থীদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। বিগত প্রশাসনের অব্যবস্থাপনার দায় বর্তমান ট্রেজারার মহোদয়ের ওপর চাপিয়ে অযাচিত চাপ সৃষ্টি করা অছাত্রসুলভ ও বিবেকহীন আচরণ।’

নাছির উদ্দীন আরও বলেন, ‘ডাকসুর পদবী ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের ওপর মবতন্ত্র প্রয়োগ করা অনাকাঙ্ক্ষিত। আমরা তাদেরকে দাবি আদায়ে নিয়মতান্ত্রিক পন্থা অনুসরণ করার আহ্বান জানাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ছাত্রদল সাধারণ সম্পাদক। তিনি লেখেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ভবঘুরে-উদ্বাস্তু, নেশাগ্রস্ত কিংবা মানসিক ভারসাম্যহীন এবং বীভৎস রোগাক্রান্তদের সরিয়ে দেওয়ার জন্য প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তৎপরতা জরুরি। তারা শিক্ষার্থীদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।’

এছাড়া, ক্যাম্পাসে পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা ও দোকানপাটের নীতিমালা প্রণয়নের আহ্বান জানান নাছির। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেক অনুমোদিত ও ভাসমান দোকানপাট রয়েছে। যেগুলোকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে চিহ্নিত ও নিয়ন্ত্রণে আনতে হবে। দীর্ঘদিন ধরে যারা দোকান পরিচালনা করছে, তাদের হঠাৎ করে উচ্ছেদ করা সঠিক হবে না। প্রশাসনের উচিত দ্রুত নীতিগত সিদ্ধান্ত নিয়ে এসব দোকানকে কাঠামোর আওতায় আনা, নইলে নিত্যনতুন বিশৃঙ্খলা তৈরি হবে।’

ছাত্রদল নেতার মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগেই একটি নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2