ডুয়েট ছাত্রদলের সাবেকদের মিলনমেলার নিবন্ধন চলছে
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন (ডেজা) আগামী ২১ নভেম্বর, শুক্রবার এক বর্ণাঢ্য মিলনমেলার আয়োজন করতে যাচ্ছে। ঢাকার পূর্বাচলে অবস্থিত সি শেল রিসোর্ট অ্যান্ড পার্কে দিনব্যাপী এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
গাজীপুরের ডুয়েটের প্রাক্তন ছাত্রনেতা, কর্মী ও প্রকৌশলীদের নিয়ে গঠিত ‘ডেজা’ দীর্ঘদিন ধরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করে আসছে।
সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিলনমেলায় অংশ নিতে ইচ্ছুক প্রাক্তনদের আগামী ১০ নভেম্বরের মধ্যে অনলাইনে (https://forms.gle/YvUUQJJ6FXdC1qYH9) নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের পর নির্ধারিত ব্যাচ প্রতিনিধির মাধ্যমে অংশগ্রহণ ফি জমা দেওয়া যাবে। প্রয়োজনে ব্যাচ প্রতিনিধিদের মোবাইল নম্বরেও যোগাযোগ করা যাবে।
এ বছর জনপ্রতি নিবন্ধন ফি ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সঙ্গে গাড়িচালক থাকলে অতিরিক্ত ৫০০ টাকা প্রদান করতে হবে।
দিনব্যাপী এই আয়োজনে থাকবে প্রাক্তনদের প্রাণের আড্ডা ও স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং ভোজনরসিকদের জন্য বাহারি সুস্বাদু খাবারের আয়োজন।
অনুষ্ঠানটি শুধু আনন্দ-উল্লাসের নয়, বরং ডুয়েটের প্রাক্তনদের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও জাতীয়তাবাদী চেতনার পুনর্মিলনের এক মহামঞ্চ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
বিভি/এজেড




মন্তব্য করুন: