• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

৩০ অক্টোবর থেকে ক্লাস না শুরু হলে আমরণ অনশনের হুঁশিয়ারি

মোঃ ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ

প্রকাশিত: ২০:১০, ২৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
৩০ অক্টোবর থেকে ক্লাস না শুরু হলে আমরণ অনশনের হুঁশিয়ারি

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম বিলম্ব হওয়ায় অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় পড়েছেন রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত শিক্ষার্থীরা। তারা দাবি করেছেন, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০ অক্টোবর থেকেই ভর্তি কার্যক্রম ও নিয়মিত ক্লাস শুরু করা হোক। তা না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালটির অন্তবর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের নিকট স্মারকলিপির মাধ্যমে এ দাবি জানান তারা।

লিখিত বক্তব্যে বলা হয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং নতুন শিক্ষাবর্ষ (২০২৫-২৬) এর ভর্তি পরীক্ষার তারিখও নির্ধারিত হয়েছে। অথচ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম এখনও শুরু না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে।

তাদের দাবিসমূহ-
১. ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পূর্বঘোষিত সময় অনুযায়ী অর্থাৎ ৩০ অক্টোবর শুরু করা।
২. আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখ থেকে নিয়মিত ক্লাস শুরুর ব্যবস্থা করা।
৩. যত দ্রুত সম্ভব ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করে আমাদের পরিচয় নিশ্চিত করা।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা কলেজ ক্যাম্পাসের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান জিহাদ, আমাদের ভর্তি তারিখ ইতিমধ্যে দুইবার পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত। এর ফলে আমাদের সেশনে দীর্ঘ একটি জট সৃষ্টি হচ্ছে। আমরা স্যারের কাছে আবেদন জানিয়েছি- ৩০ অক্টোবর তারিখেই ভর্তি কার্যক্রম শুরু করার জন্য। কারণ, প্রায় ১১ হাজার শিক্ষার্থী ভর্তি হওয়ার অপেক্ষায় আছে।

তিনি আরও বলেন, স্যার আমাদের জানিয়েছেন যে, আমাদের এই বার্তাটি তিনি মন্ত্রণালয়ে পৌঁছে দেবেন এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমরা তাতে সম্মতি জানিয়েছি।

পরবর্তী কর্মসূচি নিয়ে মেহেদী বলেন, স্যারদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তারা আমাদের অভিভাবকস্বরূপ। তবে, যদি ৩০ তারিখে ভর্তি কার্যক্রম শুরু না হয়, তাহলে আমরা ৩০ তারিখে ক্যাম্পাসে উপস্থিত হয়ে আমরণ কর্মসূচিতে যাবো। 

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল করে রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেওয়া হয়। প্রস্তাবিত এ নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নির্ধারণ করেছে। তবে, অধ্যাদেশ জারির আগে বিষয়টি ঘিরে নানা জটিলতা সৃষ্টি হয়েছে।

সাতটি সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2