• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

হাবিপ্রবিতে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২৬ জানুয়ারি 

মো. রাফিউল হুদা, হাবিপ্রবি 

প্রকাশিত: ২২:৫৬, ২৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
হাবিপ্রবিতে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২৬ জানুয়ারি 

আগামী ২৬ জানুয়ারি শুরু হতে যাচ্ছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। যা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

বুধবার (২৯ অক্টোবর)  বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক খাদেমুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি-২০২৬ নিজস্ব ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, জনসংযোগ ও প্রকাশনা শাখার ফেইসবুক পেইজ ও পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, হাবিপ্রবি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা পরিচালনা করে আসছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2