• NEWS PORTAL

  • শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

২য় সমাবর্তন ঘিরে বর্ণিল সাজে হাবিপ্রবি ক্যাম্পাস

মো. রাফিউল হুদা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২০:৫৬, ২০ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
২য় সমাবর্তন ঘিরে বর্ণিল সাজে হাবিপ্রবি ক্যাম্পাস

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় সমাবর্তন। আর তাই ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।

শনিবার (২২শে নভেম্বর) ২য় সমাবর্তন উপলক্ষে পুরো ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রায় আট হাজার ৩৩ শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই সমাবর্তন অন্যতম বৃহৎ সমাবর্তনে রূপ নিয়েছে। এই গৌরবময় আয়োজনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।  

বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হাজারও গ্র্যাজুয়েট, তাদের পরিবারবর্গ ও আমন্ত্রিত অতিথিরা। গ্র্যাজুয়েটদের মুখে উচ্ছ্বাস, প্রাক্তন শিক্ষার্থীদের আবেগপূর্ণ ফিরে আসা, আর শিক্ষকদের গর্বিত দৃষ্টি সব মিলিয়ে সমাবর্তন পরিণত হবে এক মহা-উৎসবে।

সমাবর্তন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের বরণ করে নিতে হাবিপ্রবির বিভিন্ন বিভাগ ও সংগঠনগুলো প্রাক্তনদের নিয়ে আয়োজন করছেন চায়ের আড্ডার । 

বিশ্ববিদ্যালয়টিতে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১০ সালে। এবারের ২য় সমাবর্তনে ২০১০ থেকে ২০২৫ সালের নভেম্বর এর মধ্যে পিএইচডি, স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা ৭ম ব্যাচ থেকে ২০ ব্যাচ পর্যন্ত মোট ৮ হাজার ৩৩ জন শিক্ষার্থী এই আয়োজনে অংশ নিচ্ছেন। 

সমাবর্তনের এই বিশাল আয়োজন কেবল সংখ্যার দিক থেকেই নয়, বরং মান, মর্যাদা ও অনুপ্রেরণার ক্ষেত্রেও হাবিপ্রবির ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করছে। এই মহামিলন মেলায় অংশগ্রহণকারী হাজারো শিক্ষার্থী শুধু একটি আনুষ্ঠানিক স্বীকৃতিই পাচ্ছেন না, বরং জাতি গঠনে নতুন দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকারও করছেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2