• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শিক্ষকরা গুজব ছড়ালে উর্দ্ধতনরাও শাস্তির আওতায় আসবে

প্রকাশিত: ১৪:১৫, ৪ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
শিক্ষকরা গুজব ছড়ালে উর্দ্ধতনরাও শাস্তির আওতায় আসবে

সামাজিক মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় বন্ধ সংক্রান্ত পোস্টের কারনে তিনজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল লতিফ, মানিকগঞ্জ সদরের বান্দুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পা রানী সরকার এবং অন্যএকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সুত্রে জানা গেছে, বরখাস্তকৃতরা রোজার প্রথমদিন থেকেই স্কুল বন্ধ মর্মে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। 

বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গুজবের সাথে জড়িত থাকলে নিয়ন্ত্রণাধীন উর্দ্ধতন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রধানমন্ত্রীর নামে মিথ্যা বক্তব্যদিয়ে সামাজিক মাধ্যমে গুজব সৃষ্টির কারনে এই নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

তিনি বলেন, অধিদপ্তর যদি শিক্ষদের মনিটরিং করতে পারে তাহলে শিক্ষকদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যথাযথ মনিটরিং করতে হবে। কেউ ব্যর্থ হলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

শিক্ষকরা গুজবে জড়িত, এটা তাদের কাজ নয়। আমরা কাউকে বরখাস্ত করে ক্ষতিগ্রস্ত করতে চাইনা বলেও জানান তিনি। 

কোভিডের ঘাটতি পূরণে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে পাঠদান কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

 

বিভি/এসআই

মন্তব্য করুন: